• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২০, ২০১৯, ১০:১৩ এএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০১৯, ১০:১৩ এএম

ইতালিয়ান ওপেন

জকোভিচকে হারিয়ে শিরোপা জিতলেন নাদাল

জকোভিচকে হারিয়ে শিরোপা জিতলেন নাদাল

ইতালিয়ান ওপেনের ফাইনালে বিশ্ব টেনিস র‍্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচকে ২-১ সেটে হারিয়ে বছরের প্রথম শিরোপা জিতে নিলেন রাফায়েল নাদাল।

রোববার (১৯ মে) রোমে অনুষ্ঠিত ২ ঘণ্টা ২৫ মিনিটের লড়াইয়ে নাদাল প্রথম সেটে ৬-০ গেমে জকোভিচকে রীতিমতো উড়িয়ে দেন। দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে জকোভিচ কামব্যাক করলেও শেষ সেটে নাদাল ৬-১ গেমে জিতে নবমবারের মতো ইতালিয়ান ওপেন জয় করেন।

জয়ের পর নাদাল তার প্রতিক্রিয়ায় বলেন, শিরোপা জয় অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে গড়ে তোলা এবং স্বাস্থ্যবান অনুভব করা। তারপর টের পাবো যে আমি উন্নতি করছি। আমি জানি নিজের জাত অনুযায়ী খেলতে পারলে জিতবো। 

এদিকে ফাইনাল হারার পর জকোভিচের সরল স্বীকারোক্তি, আমি ক্লান্ত ছিলাম এমন জাতীয় কথা মোটেও বলতে চাই না। এক কথায় রাফা (নাদাল) আজ শক্তিশালী ছিল।

আরআইএস