• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৫:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২২, ২০১৯, ১১:৫২ এএম

জুভেন্টাসে সারি, চেলসিতে অ্যালেগ্রি!  

জুভেন্টাসে সারি, চেলসিতে অ্যালেগ্রি!  

নাপোলি থেকে গত মৌসুমে চেলসির ম্যানেজার হিসেবে এসেছিলেন মাউরিজিও সারি। তবে এই এক বছরে ইতালিয়ান এই কোচের জন্য ব্লুজদের ড্রেসিং রুমের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি । 

এদিকে ইভনিং স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, চেলসির কিছু সিনিয়র খেলোয়াড় হুমকি দিয়েছেন, আসছে মৌসুমেও স্ট্যামফোর্ড  ব্রিজে সারি থাকলে তারা ক্লাব ছেড়ে দেবেন! 

অন্যদিকে প্রধান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে জুভেন্টাস। শেষ পর্যন্ত সারি যদি চেলসি ছাড়তে বাধ্য হন, তবে তাকে লুফে নেবে ইতালিয়ান ক্লাবটি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। চাকরি হারিয়ে অ্যালেগ্রিও বসে থাকতে চাইছেন না। সারিকে বরখাস্ত করে চেলসি তাকে চাইলে সে প্রস্তাব সানন্দে গ্রহণ করবেন তিনি। তাই এই দুই ইতালিয়ান কোচ একে অপরের সাথে ক্লাব অদল-বদল করতে পারেন, এ সম্ভাবনা তৈরি হয়েছে।   

জুভেন্টাসকে চারবার লীগ শিরোপা জেতানো অ্যালেগ্রি বলেছেন, 'আমি এক বছর ছুটি কাটাতে চাই না। যদি নতুন চাকরি না মেলে তাহলে তো কিছু করার নেই, তবে আমি নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী।' 

এমএইচএস