• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ১২:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৩:২৯ পিএম

বিশ্বকাপের সেরা তিন অধিনায়ক বেছে নিলেন অ্যালান বোর্ডার 

বিশ্বকাপের সেরা তিন অধিনায়ক বেছে নিলেন অ্যালান বোর্ডার 

শুধু অস্ট্রেলিয়া কেন, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ও সম্মানিত অধিনায়ক বলা যায় অ্যালান বোর্ডারকে। আশির দশকের শুরুতে নির্জীব এক অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব কাঁধে নিয়ে সে দলটিকে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি, তাও আবার উপমহাদেশের মাটিতে! 

কিংবদন্তি অধিনায়ক অ্যালান বোর্ডার এবার বেছে নিলেন ২০১৯ বিশ্বকাপের সেরা ৩ অধিনায়ককে। সেই তালিকায় তিনি শুরুতেই রেখেছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগানকে। বোর্ডার বলেন, 'ইংল্যান্ড এবার ভিন্ন এক গেমপ্ল্যান নিয়ে এসেছে। এ পরিকল্পনা বিশ্বকাপে কেমন কাজে দেয় সেটা দেখা হবে আকর্ষণীয় একটি ব্যাপার। কোচ ট্রেভল বেলিস ও অধিনায়ক মরগানের অধীনে খুবই ভালো করছে দলটি। আমার মনে হয় সে একজন মারাত্মক ভালো ওয়ানডে ক্রিকেটার এবং একজন ভালো অধিনায়ক।'

বোর্ডারের চোখে সেরা তিন অধিনায়কের তালিকায় আরো আছেন তার স্বদেশী অ্যারন ফিঞ্চবিরাট কোহলিও। ফিঞ্চ সম্পর্কে তিনি বলেন, 'সে দারুণ করছে। দলে সে দারুণ একটি পরিবেশ তৈরি করতে পারে। আমার মনে হয় এজন্যই তাকে অধিনায়ক করা হয়েছে। দলের সবাই তাদের দায়িত্ব সম্পর্কে জানে এবং এই ব্যাপারটা দলে খুবই সুন্দর পরিবেশ তৈরি করে রাখে।'

অস্ট্রেলিয়াকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক বোর্ডার বিরাট কোহলিকে নিয়ে বলেন, 'কোহলি ভিন্ন ধরনের একজন অধিনায়ক। সে মাঠে অনেক হইচই করে খেলে এবং হৃদয় উজাড় করে দেয়। দলের সবার ওপর সতর্ক দৃষ্টি রাখে সে।' 

এমএইচএস