• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০১:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০২:১৭ পিএম

এ বছর দুটি বিশ্বকাপ জিততে চান বেয়ারস্টো 

এ বছর দুটি বিশ্বকাপ জিততে চান বেয়ারস্টো 

৩০ মে থেকে ইংল্যান্ডে পঞ্চমবারের মতো বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। বিশ্বকাপকে সামনে রেখে স্বাগতিক ইংল্যান্ডকে দেখা হচ্ছে পরিস্কার ফেবারিট হিসেবে। তবে এবছরই আরও একটি বিশ্বকাপে ফেবারিট হিসেবে মাঠে নামবে ইংল্যান্ড। সেটি রাগবি বিশ্বকাপ। সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে রাগবি বিশ্বকাপের নবম আসর বসতে যাচ্ছে জাপানে। ইংল্যান্ড ব্যাটসম্যান জনি বেয়ারস্টো তাই আশা প্রকাশ করলেন, দুটি বিশ্বকাপেই প্রত্যাশা পুরণ করে চ্যাম্পিয়ন হতে সক্ষম হবে ইংলিশরা।   

বাটলার বলেন, 'ইংল্যান্ড রাগবি দল যেভাবে কোচ এডি জোনসের অধীনে খেলছে তাতে তারা বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার।' 

ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ ট্রেভর বেলিস একজন অস্ট্রেলিয়ান। অন্যদিকে রাগবি দলের কোচ এডি জোনসও অস্ট্রেলিয়ার সাবেক রাগবি খেলোয়াড়। সেদিক থেকে দুটি বিশ্বকাপই যদি জিততে পারে ইংল্যান্ড, তবে তা হবে দুই অজি কোচেরও বিজয়। 

উল্লেখ্য এখন পর্যন্ত কখনো ক্রিকেট বিশ্বকাপ জেতা হয়নি ইংল্যান্ডের। অন্যদিকে ২০০৩ সালে ফাইনালে অস্ট্রলিয়াকে হারিয়ে রাগবি বিশ্বকাপ জিতেছিলো ইংল্যান্ড । 

এমএইচএস