• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৬:৪০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৬:৪১ পিএম

জয়বর্ধনেকে পাত্তাই দেয়নি বোর্ড! 

জয়বর্ধনেকে পাত্তাই দেয়নি বোর্ড! 

শ্রীলঙ্কান ক্রিকেটের দুরাবস্থা কাটছেই না যেন! টানা ৮ ওয়ানডে হারার পর স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেলেও বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৮৭ রানে। ওয়ানডে র‍্যাংকিংয়েও নামতে নামতে লঙ্কানদের অবস্থান এখন ৯ নম্বরে।

শ্রীলঙ্কান ক্রিকেট গৌরবময় এক জায়গা থেকে কিভাবে এমন অবস্থায় পৌঁছালো এবং এ অবস্থা থেকে উত্তরণের জন্য কি কি ব্যবস্থা নেয়া উচিৎ তার সুপারিশ রেখে গত বছর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)কে একটি প্রতিবেদন দিয়েছিলেন দেশটির সাবেক তিন সফল ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে ও অরবিন্দ ডি সিলভা। তবে এসএলসি সেই প্রতিবেদনকে পাত্তা দেয়নি। 

সম্প্রতি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ ক্যাম্পেইনে মাহেলা জয়বর্ধনেকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হলেও তিনি সে প্রস্তাব ফিরিয়ে দেন। সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে জয়বর্ধনে বলেন, 'আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমার আরও বেশ কিছু জায়গায় প্রতিশ্রুতি দেয়া আছে। তার চেয়ে বড় কথা, দলে আমার ভূমিকা কি হবে তা আমি স্পষ্ট বুঝতে পারিনি।' 

তিনি আরও বলেন, 'এখন কৌশলগতভাবে আমাকে অন্তর্ভুক্ত করার কোনো উপায় নেই। এসএলসি'র গাঠনিক কোনো সিদ্ধান্তে আমার মত নেয়া হয় না। দল ইতোমধ্যেই নির্বাচিত হয়েছে, সব প্রস্তুতি এরই মাঝে শেষ। এমন কোনো জায়গা নেই যেখানে এসে আমি কিছু সংযোজন-বিয়োজন করতে পারি।'  

টেস্ট ও ওয়ানডে উভয় সংস্করণে ১০ হাজারের বেশি রান করা জয়বর্ধনে বলেন, 'এখনো শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টে আমি সামান্য কিছু ভূমিকা রাখতে পারছি। এতেই আমি খুশি। তবে এর সাথে এসএলসি'র কোনো যোগ নেই। যে জায়গা আমার জন্য উপযুক্ত নয় সে জায়গায় কাজ করতে কোনো আগ্রহ বোধ করি না আমি।'   

শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটকে ও অবকাঠামোকে ঢেলে সাজাতে গত বছর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে এক পরিকল্পনা দিয়েছিলেন জয়বর্ধনে। তবে তার সব প্রচেষ্টাই বৃথা যায়। 

জয়বর্ধনে বলেন, 'আট মাস সময় নিয়ে আমরা একটা পেশাদার ক্রিকেট অবকাঠামোর ডিজাইন দাঁড়া করিয়েছিলাম। সেটিকে কার্যকরী করার দায়িত্বও আমরা নিতে চেয়েছিলাম। তবে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা চাইনি আমাদের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের লীগে গিয়ে হারিয়ে যাক। অভিজ্ঞ ক্রিকেটারদের প্রয়োজন রয়েছে আমাদের সিস্টেমে।' 

শ্রীলঙ্কান জাতীয় দলের মতোই ঘরোয়া ক্রিকেটের দলগুলোতে এখন চলছে সিনিয়র ক্রিকেটারদের আকাল। কিছু কিছু দলের খেলোয়াড়দের গড় বয়স মাত্র ২৫। তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেল না থাকায় ধুঁকছে শ্রীলঙ্কান ক্রিকেট। টাকা বেশি থাকায় সিনিয়র ক্রিকেটাররা খেলছেন বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণীর লীগে। এ সমস্যা থেকে উত্তোরণে নানা উদ্যোগ নেয়ার পরামর্শ দেয়া হলেও তা আমলে নেয়নি এসএলসি। 

এমএইচএস