• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৪, ২০১৯, ০৮:১২ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০১৯, ০৮:১২ এএম

টোকিও অলিম্পিকে সুযোগ পেলেন বাংলাদেশের রোমান সানা

টোকিও অলিম্পিকে সুযোগ পেলেন বাংলাদেশের রোমান সানা
রোমান সানা। ফাইল ফটো

নেদারল্যান্ডে চলমান ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের রোমান সানা। দেশের আর্চারি ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের একজন প্রতিযোগী ২০২০ সালের টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাচ্ছেন।

এর আগে ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন গলফার সিদ্দিকুর রহমান। কিন্তু আর্চার হিসেবে এই প্রথম সরাসরি অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন রোমান সানা।

ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমান তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী কিম উ জিনকের বিপক্ষে ৬-৪ পয়েন্টে জয়লাভ করেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডের প্রতিযোগী ফন ডেন বার্গকে ৬-২ পয়েন্টে হারিয়ে সেমির টিকেট কাটার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাস রচনা করেন।

তবে রোমান সেমিফাইনালে মালয়েশিয়ার খায়রুল আনোয়ারের কাছে ৭-৩ সেটে হেরে গিয়ে ফাইনালে উঠতে পারেননি। যদিও তার সামনে এখনো পদক জেতার সুযোগ আছে। আগামী রোববার (১৬ জুন) রোমান সানা ব্রোঞ্জ পদক জয়ের জন্য নামবেন।

আরআইএস