• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৩:০৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৩:২৮ পিএম

আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে রুবেল-সাব্বির 

আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে রুবেল-সাব্বির 

বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে আজ শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করতে নামবে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় নটিংহ্যামে খেলাটি শুরু হবে। বিটিভি, মাছরাঙা টিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

পিঠের মাংসপেশির ইনজুরির কারণে আজ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে টাইগার একাদশে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। কাঁধের ইনজুরিতে পড়া মোসাদ্দেক হোসেনের খেলাও অনিশ্চিত ছিল। পরবর্তীতে অনুশীলনের সময় আবার ব্যথা পাওয়ায় তার পরিবর্তে আজ খেলবেন সাব্বির রহমান। 

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।   

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কাল্টার-নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা। 

আরআইএস