• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৩:১১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৩:২১ পিএম

ফুটবলার সালার মৃত্যু তদন্তে এক বৃদ্ধকে গ্রেফতার 

ফুটবলার সালার মৃত্যু তদন্তে এক বৃদ্ধকে গ্রেফতার 

জানুয়ারিতে এক মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কার্ডিফ সিটির আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা। ২১ জানুয়ারি গুয়ারনসির উত্তরে এক জলাভূমিতে সালাকে বহনকারী পাইপার মালিবু এয়ারক্রাফটটি বিধ্বস্ত হলে বিমানটির পাইলট ডেভিড ইবটসনের সাথে নিখোঁজ হন সালা। 

পরবর্তীতে এক প্রাইভেট উদ্ধারাভিযানের পর ফেব্রুয়ারির ৭ তারিখ ডরসেটের পোর্টল্যান্ড বন্দরে সালার মরদেহ আনা হয়। তবে বিমানের পাইলট লিংকনশায়ারের অধিবাসী ইবটসন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। 

সম্প্রতি এই রহস্যময় দুর্ঘটনার তদন্তকারী দল নিউ ইয়র্কশায়ারের এক ৬৪ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বেআইনিভাবে মানুষ জবাইয়ের অভিযোগ রয়েছে। সালার মৃত্যুর পেছনে ওই ব্যক্তির হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তে নিয়োজিত কর্মকর্তারা। 

২১ জানুয়ারি তারিখে সালার বিমানটি বিধ্বস্ত হলেও তিনি দীর্ঘ ১৬ দিন নিখোঁজ ছিলেন। সালার কি দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নাকি পরে নিখোঁজ অবস্থায় তিনি নিহত হয়েছেন, সেটি এখনো রহস্য হয়ে আছে। এ কারণে তরুণ এই আর্জেন্টাইনের হত্যা মামলার অনুসন্ধান চালিয়ে যেতেই হচ্ছে। এবার কোনো সুরাহা মেলে কিনা, সেটিই দেখার বিষয়। 

এমএইচএস