• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৪:১৬ পিএম

প্রথম পাওয়ার-প্লেতে উইকেটবিহীন বাংলাদেশ 

প্রথম পাওয়ার-প্লেতে উইকেটবিহীন বাংলাদেশ 

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে অজি ব্যাটসম্যানদের বিপক্ষে ভালো বল করেও উইকেটশূন্য আছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 

শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০ ওভার শেষে বিনা উইকেটে ৫৩ রান। এখন পর্যন্ত উইকেট না পড়লেও দুই অজি ওপেনার সমীহ করে খেলছেন বাংলাদেশের উদ্বোধনী বোলারদের। 

ডেভিড ওয়ার্নার ২৬ ও অ্যারন ফিঞ্চ ২৪ রানে অপরাজিত আছেন। তবে ইনিংসের পঞ্চম ওভারে মাশরাফীর বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ওয়ার্নারের ক্যাচ ছেড়েছেন বিশ্বকাপে আজ প্রথম ম্যাচ খেলতে নামা সাব্বির। 

আজকের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে খেলতে পারছেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। তাদের বদলে দলে এসেছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। 

এমএইচএস