• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৭:৫৬ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০৭:৫৯ এএম

আফগানিস্তানকে হারিয়ে সেমির পথে যেতে প্রত্যয়ী বাংলাদেশ 

আফগানিস্তানকে হারিয়ে সেমির পথে যেতে প্রত্যয়ী বাংলাদেশ 

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ৩১তম ম্যাচে আজ সেমিফাইনালে যাওয়ার রাস্তা সুগম করতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

সোমবার (২৪ জুন) সাউদাম্পটনের রোজ বোলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ। বিটিভি, গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। 

এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে স্বস্তির নাম ব্যাটিং। সাকিব আল হাসানকে ৩ নম্বরে ব্যাট করার সুযোগ দেয়ার পর থেকেই ৩০০ ছাড়ানো ইনিংসের হিড়িক পড়েছে বাংলাদেশের নামের পাশে। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের টার্গেট মাত্র ৪১.২ ওভারেই উতরে গিয়েছিল টাইগাররা। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের টার্গেট তাড়া করে জিততে না পারলেও শক্তিশালী অজি বোলারদের মোকাবিলা করে ৩৩৩ রান পর্যন্ত গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। 

কিন্তু ব্যাটিংয়ে বাঘেদের গর্জন শোনা গেলেও বোলিংয়ে যেন ঠিক ততটাই দৈন্যদশা। মাঠে গড়ানো শেষ তিন ম্যাচেই ৩২০ এর ওপরে রান দিয়েছে টাইগাররা। তাই আফগানদের বিপক্ষে ম্যাচের আগে প্রশ্ন জাগছেই- কে এনে দেবেন উইকেট? কোন বোলার ব্যাটসম্যানদের কাজটা একটু সহজ করে দেবেন? যদিও বাংলাদেশের জন্য সুসংবাদ, চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। 

অন্যদিকে শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের বেশ কাছে গিয়েও তীরে এসে তরী ডুবেছে আফগানিস্তানের। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১ রানে হারতে হয়েছে তাদের। তবে তাতে অনেকখানি আত্মবিশ্বাস পুঁজি হিসেবে পেয়েছে আফগানরা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচও না জেতা একমাত্র দল আফগানিস্তান। 

ভারতের বিপক্ষে এই সাউদাম্পটনেই একদিন আগে ভারতের বিপক্ষে খেলেছে আফগানিস্তান। তাই আজকের উইকেট সম্পর্কে বেশ ভালোই ধারণা থাকবে গুলবাদিন নাইবের দলের। ভারতের মতো বাংলাদেশকেও স্পিন বিষে ঘায়েল করতে চাইবে তারা। 

যাদের দিকে থাকবে আলাদা নজর: 

মুশফিকুর রহিম (বাংলাদেশ) : আগের ম্যাচেই ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। ২০১৫ বিশ্বকাপে এই আফগানিস্তানের বিপক্ষেই খেলেছিলেন ৭১ রানের ম্যাচ জেতানো ইনিংস। আজও তাই মিস্টার ডিপেন্ডেবলের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করতেই পারেন টাইগার ভক্তরা।

মোহাম্মদ নবী (আফগানিস্তান) : দলকে শেষ পর্যন্ত জয়ের বন্দরে নিয়ে যেতে ব্যর্থ হলেও ভারতের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। বাংলাদেশের বাঁহাতি নির্ভর টপ-অর্ডারের জন্য চিন্তার কারণ হতে পারে তার অফস্পিন। এছাড়া তার ব্যাটিংটাও বেশ কার্যকর হয়ে উঠতে পারে আফগানিস্তানের জন্য। 

কন্ডিশন 

সাউদাম্পটনে আজ সারাদিনই রোদ ঝকঝকে আবহাওয়া প্রত্যাশা করা হচ্ছে। শুকনো পিচে তাই আফগান-ভারত ম্যাচের মতোই কার্যকর ভূমিকা রাখতে পারেন স্পিনাররা। 

সম্ভাব্য একাদশ :  

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। 

আফগানিস্তান: হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, আসগর আফগান, গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ইকরাম আলী খান (উইকেটরক্ষক), আফতাব আলম, হামিদ হাসান। 

এমএইচএস/আরআইএস