• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৮:২৯ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০৮:২৯ এএম

নিজেদের জয় ও প্যারাগুয়ের হারে শেষ আটে আর্জেন্টিনা

নিজেদের জয় ও প্যারাগুয়ের হারে শেষ আটে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় 'বি' গ্রুপ নিজেদের শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একই সময়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারানোয় কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল মেসিরা।

রোববার (২৩ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচের ৪ মিনিটেই প্রতিপক্ষের ভুল পাসের সুযোগে ডান পায়ের লক্ষভেদে আর্জেন্টিনাকে লিড এনে দেন লৌতারো মার্টিনেজ। 

এরপর ম্যাচের ৮২ মিনিটে পাওলো দিবালার পাসে বল পেয়ে কোনাকুনি শটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন সার্জিও অ্যাগুয়েরো। ফলে আকাশি-নীলরা জয় নিয়ে মাঠ ছাড়ে।

তবে এই ম্যাচে জয়ের পরেও তাদের অপেক্ষা করতে হয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়ের ম্যাচের ফলাফলের দিকে। ওই ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে কলম্বিয়া হারানোতেই কার্যত শেষ আটের টিকেট কাটতে পেরেছে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। তাই নিজের ৩২তম জন্মদিনে মেসিকে বিষাদে ডুবে যেতে হয়নি। 

তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ আর্জেন্টিনা, ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে প্যারাগুয়ে এবং আমন্ত্রিত দল এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের পয়েন্ট ১।

আরআইএস