• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০১:০৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০১:০৮ পিএম

এশিয়া কাপ জয়ের পথে বাংলাদেশ

এশিয়া কাপ জয়ের পথে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বোলারদের আগুনের গোলার মতো ছুটতে থাকা বলের কাছে ভারতের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে মাত্র ১০৬ রানে অলআউট করে দিয়ে জয়ের আশা দেখছে বাংলাদেশ দল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কলম্বোর রনিল প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা ভারত শুরু থেকেই টাইগার যুবাদের বোলিং দাপটে কোণঠাসা হয়ে পড়ে। মাত্র ৮ রানেই তারা ৩ উইকেট হারিয়ে বসে।

চতুর্থ উইকেটে অধিনায়ক ধ্রুভ জুরেল এবং শাশ্বত রাওয়াত ৪৫ রানের জুটি গড়ে বিপদ সামলানোর চেষ্টা করলেও লাল-সবুজের দলের বোলারদের আগুনের গোলার মতিও ছুটতে থাকা বলের কাছে শেষ পর্যন্ত ভারতের বাকি ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করতে থাকেন। আট নম্বরে ব্যাট করতে নামা করণ লালের ৩৭ রানের ইনিংসের জন্য ভারতের যুবারা একশ রানের গণ্ডি পার হতে সক্ষম হয়।  

বাংলাদেশের পক্ষে ৬ ওভারে ২টি মেডেনসহ মাত্র ৮ রানের বিনিময়ে ৩টি মূল্যবান উইকেট দখল করেছেন শামীম হোসেন। অন্যদিকে ৭.৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট দখল করেছেন মৃত্যঞ্জয় চৌধুরী। একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব এবং শাহিন আলম।  

আরআইএস