• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০৭:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০১৯, ০৭:৫৫ পিএম

এক গোলে পিছিয়ে বিরতিতে গেল বাংলাদেশ

এক গোলে পিছিয়ে বিরতিতে গেল বাংলাদেশ

শক্তিশালি কাতারের বিপক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে এক গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃষ্টির কারণে ভেজা মাঠে শুরুটা বেশ ভালো করেছিল জেমি ডের শিষ্যরা। 

এমনকি শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগও ছিল বাংলাদেশের সামনে। আট মিনিটে রায়হানের থ্রো থেকে জামালের জোড়ালো শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর থেকেই ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে কাতার। 

২৮ মিনিটের মাথায় সতীর্থের বাড়িয়ে দেয়া বল থেকে আনমার্কড ইউসুফ জোড়ালো শটে গোল করে কাতারকে এগিয়ে দেন। এরপর বেশ কয়েকবার আক্রমন চালালেও আর গোল পায়নি আগামী বিশ্বকাপের স্বাগতিকরা। কম যায়নি বাংলাদেশও। তবে গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়া, জীবনরা। প্রথমার্ধে দুই দলই আদায় করেছে সমান দুইটি কর্ণার কিক।