• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০২:০১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০২:০১ পিএম

স্পেন দল থেকে বাদ কস্তা-আসপাস-ইসকো

স্পেন দল থেকে বাদ কস্তা-আসপাস-ইসকো

আগামী ১৫ নভেম্বর মাল্টা আর ১৮ নভেম্বর রোমানিয়ার বিপক্ষে ইউরো-২০২০ বাছাইপর্বের ম্যাচের জন্য ঘোষণা করেছে স্পেন।

ঘোষিত দলে জায়গা পাননি অ্যাতলেটিকো মাদ্রিদের কোকে, দিয়েগো কস্তা, সেল্টা ভিগোর ইয়াগো আসপাস, রিয়ালের ইসকো, আলভারো অদ্রিওজোলার মতো বড় তারকারা।  

মাল্টা এবং রোমানিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঘোষণা করা দলে বার্সেলোনার কেবলমাত্র সার্জিও বুস্কেটস জায়গা পেয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে খেলাদের মধ্যে দলে আছেন দুই ডিফেন্ডার সার্জিও রামোস ও দানি কারভাহাল।

স্পেনের স্কোয়াড :

গোলরক্ষক: ডেভিড ডি গিয়া (ম্যানইউ), কেপা আরিজাবালাগা (চেলসি), পাও লোপেজ (রোমা)। 

ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেসুস নাভাস (সেভিয়া), হোসে গায়া (ভ্যালেন্সিয়া), বার্নাট (পিএসজি), ইনিগো মার্টিনেজ (অ্যাতলেটিকো  বিলবাও), রাউল আলবিওল, এবং পাউ তোরেস (ভিয়ারিয়াল)। 

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস (বার্সেলোনা), থিয়াগো (বায়ার্ন মিউনিখ), রদ্রি (ম্যানসিটি), সাউল নিগেস (অ্যাতলেটিকো মাদ্রিদ), সান্তি কাজোরলা (ভিয়ারিয়াল) এবং ফ্যাবিয়ান রুইজ (নাপোলি)। 

ফরোয়ার্ড: রদ্রিগো মোরেনো (ভ্যালেন্সিয়া), মাইকেল ওয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), পাকো আলকাসের (বরুশিয়া ডটমুন্ড), জেরার্ড মোরেনো (সেভিয়া), আলভারো মোরাতা (অ্যাতলেটিকো মাদ্রিদ) এবং দানি ওলমো (ডাইনামো জাগ্রেব)।

আরআইএস