• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০১:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০১:৪৮ পিএম

মুশফিকের জোড়া জীবন লাভের পর মুমিনুলের আত্মহত্যা

মুশফিকের জোড়া জীবন লাভের পর মুমিনুলের আত্মহত্যা
অশ্বিনের করা অফ স্টাম্পের একটু বাইরে পিচ করা বল অযথাই ছেড়ে দিলে বোল্ড হন মুমিনুল হক। ফটো : গাজী টিভি

মাত্র ৩১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা আরম্ভ করার পর প্রথম সেশনটা মোটেও নিজেদের করে নিতে পারেনি টসে জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দল। যদিও মুমিনুল হক এবং মুশফিকুর রহিমের জুটি শুরুর বিপর্যয় সামলে এগিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিনের বলে হাস্যকর এক ভুলে বোল্ড হয়ে মুমিনুল ফিরলে আবারো চাপে পড়েছে টাইগাররা। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় হলকার স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ দলের স্কোর ৪ উইকেটে ১০৬ রান। মুশফিকুর রহিম ৩৪ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৭ রানে অপরাজিত আছেন। 

দলীয় ১২ রানের মাথায় জোড়া উইকেট হারিয়ে বাংলাদেশ দল টেস্টের শুরুটা মোটেও ভালো করতে পারেনি।  

ষষ্ঠ ওভারের শেষ বলটি উমেশ যাদব লেন্থ ডেলিভারি দিয়েছিলেন। লাফিয়ে ওঠা বলটি ইমরুল খোঁচা মেরে নিজের বিপদ ডেকে আনেন। বল সরাসরি তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা আজিঙ্কা রাহানের হাতে চলে গেলে ইমরুল মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

ইশান্ত শর্মার করা পরের ওভারে ইমরুলের সমান ৬ রান করে সাদমান আলগা ড্রাইভ করেন। বল ব্যাটে লেগে সরাসরি ঋদ্ধিমান সাহার গ্লাভসে চলে গেলে সাদমানও ফিরে যান।  

এরপর ১৮ ওভারে মোহাম্মদ শামির করা লেগ মিডলে পিচ করা বল সামান্য একটু সুইং করে মোহাম্মদ মিঠুনের প্যাডে আঘাত হানে। ভারতীয় ফিল্ডাররা লেগ বিফোরের আবেদন করলে আম্পায়ার তাতে সাড়া দেন এবং ৩৬ বলে ১২ রান করে মিঠুন ফিরে যান। 

চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করে অধিনায়ক হিসেবে অভিষিক্ত মুমিনুল হক এবং মুশফিকুর রহিম প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। ৬৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কার মারে মুমিনুল ৩৪ রান করে অশ্বিনের করা অফ স্টাম্পের একটু বাইরে পিচ করা বল অযথাই ছেড়ে দিলে বোল্ড হয়ে অনেকটা আত্মহত্যাই যেন করে বসেন। 

লাঞ্চের আগে উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিয়েও বিরাট কোহলি তা ধরতে না পারায় মুশফিক জীবন পেয়েছিলেন। লাঞ্চের পর যখন মি.ডিপেন্ডেবলের ব্যক্তিগত রান ১৫ তখন অশ্বিনের বলে স্লিপে তার ক্যাচ আজিঙ্কা রাহানে ফেলে দিলে আবারো বেঁচে যান মুশফিক। 

আরআইএস