• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ১২:০৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ০১:১০ এএম

সুপার ক্লাসিকোতে প্রথমার্ধ শেষে এগিয়ে আর্জেন্টিনা

সুপার ক্লাসিকোতে প্রথমার্ধ শেষে এগিয়ে আর্জেন্টিনা
ছবি : রয়টার্স।

 

আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের ফুটবল মাঠে লড়াই মানেই ভিন্ন রকম আমেজ। যুগ যুগ ধরেই ফুটবলের চিরপ্রতিদ্বন্দী হিসেবে বিবেচিত হয়ে আসছে তারা। শুক্রবার (১৫ নভেম্বর) ২০১৯ সালে শেষবারের মতো এই লড়াই বসেছে সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে।

ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১১টায়। যেখানে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। প্রথমে পেনাল্টি মিস করলেও পরে ফিরতি শটে তাদের এগিয়ে দিয়েছেন দলীয় অধিনায়ক লিওনেল মেসি।

৯ মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। পেনাল্টি মিস করেন গ্যাব্রিয়েল জেসুস। তিন মিনিট পরই আবারও পেনাল্টি পায় আর্জেন্টিনা, তবে তা ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসেন বেকার। পরে ফিরতি শটে গোল করেন মেসি। ৩০ মিনিটে দারুন সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষ ডিফেন্ডার।

৩৫ মিনিটে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ৪৫ মিনিটে আবারও দারুণ সুযোগ আসে মেসির সামনে। গোলমুখে শটও করেন তিনি, কিন্তু দূর্দান্ত সেভ করেন বেকার।

এমএইচবি