• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৭:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ০৮:১০ পিএম

তৃতীয় টি-টোয়েন্টিতে হারায় বাসা থেকেই বের হইনি: পাপন

তৃতীয় টি-টোয়েন্টিতে হারায় বাসা থেকেই বের হইনি: পাপন
নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশের জন্য হয়েছিল মিশ্র প্রতিক্রিয়ার। প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে ছন্দপতন। তার চেয়েও বেশি আক্ষেপ তৈরি করেছে শেষ ম্যাচটা। জিততে জিততেও আরও একবার ভারতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। 

যেই আক্ষেপে পুড়েছে পুরো দেশই। যার থেকে বাদ যাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার ভারতের বিপক্ষে অন্তত টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন বলে জানিয়েছেন তিনি। 

শনিবার বিপিএলের লোগো উন্মোচনের পর তিনি বলেন, ‘এই সিরিজে আমাদের অনেক আশা ছিল এবার টি-টোয়েন্টিতে আমরা জিতবো। এর আগে তিনবার আমরা শেষ বলে, শেষ ওভারে গিয়ে জেতা ম্যাচ হেরে এসেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিদাহাস ট্রফিসহ বেশ কয়েক বার কাছে গিয়ে হেরে এসেছি। এবার আমার বিশ্বাস ছিল আমরা জিতবো।’

কিন্তু প্রত্যাশামত ফল না পাওয়ায় বাসা থেকেই বের হননি বলে দাবি পাপনের। তিনি আরও বলেন, ‘আমরা প্রথম ম্যাচটা ভালো খেলেছি, দ্বিতীয় ম্যাচটা ওরা ভালো খেলেছি। কিন্তু তৃতীয় ম্যাচটা নিশ্চিত জেতা ম্যাচ ছিল। এরপর থেকে আমি বাসা থেকেই বের হইনি। নাঈম যদি এতো রান করে, মিথুন এতো রান করে কিন্তু যাদের আমরা এতো দিন ধরে যত্ম নিচ্ছে তারাই ব্যর্থ হয়েছি। ভারতের সঙ্গে কেনো জানি আমাদের হয় না।’

এমএইচবি

আরও পড়ুন