• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৬:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৩:৪৬ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু ৮ ডিসেম্বর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু ৮ ডিসেম্বর
উদ্বোধনী বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন- ছবি : টিভি থেকে নেয়া

বিপিএলের সপ্তম আসরটাকে এরই মধ্যে বিশেষ আসর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই আসরে থাকছে না কোনও ফ্র্যাঞ্চাইজি।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এর উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমরা এবারের বিপিএলটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে করছি। প্রধানমন্ত্রীর কাছে এটা উদ্বোধনের জন্য সময় চেয়েছি। তিনি আমাদের সময় দিয়েছেন। আমাকে জানিয়েছেন ৮ (ডিসেম্বর) তারিখ উদ্বোধন করবেন। আর ওইদিন থেকেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হবে। আমি মনে করি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। 

স্পন্সরদের স্থানীয় ক্রিকেটারদের সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার সব টিম আমাদের, সবগুলোর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। যে কেউ যাতে চ্যাম্পিয়ন হতে পারে সেটা আমরা চেষ্টা করেছি। সব দলগুলো যাতে সমানভাবে গড়ে উঠতে পারে আমরা সেই চেষ্টা করেছি। আমি স্পন্সরদের বলতে চাই আপানারা আমাদের স্থানীয় ক্রিকেটারদের সুযোগ দেন। যে যেই জায়গায় খেলে, তাকে সেখানেই খেলতে দেন।

এমএইচবি