• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০, ০৪:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২০, ০৪:৪০ পিএম

মাঠের বাইরে ছিটকে গেলেন সুয়ারেজ

মাঠের বাইরে ছিটকে গেলেন সুয়ারেজ
অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লুইস সুয়ারেজ ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে নেমেছিলেন। ফটো : এভরিথিং বার্সা

গত কয়েক সপ্তাহ ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। গত বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে সুয়ারেজ ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে নামেন। 

এবার খবরে প্রকাশ, সুয়ারেজের হাঁটুর ইনজুরি এখন বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্প্যানিশ আউটলেট স্পোর্ট জানাচ্ছে, চিকিৎসক রোমান কাজেটের স্মরণাপন্ন হবেন সুয়ারেজ।  

ডাক্তার সকল দিক বিবেচনায় সেই ডাক্তারই সিদ্ধান্ত নেবেন যে সুয়ারেজের অপারেশন করা লাগবে কি না। যদি অপারেশন করতে লাগে তাহলে তার পুরোপুরিভাবে সুস্থ হয়ে মাঠে ফিরতে ছয় সপ্তাহ লাগবে। 

এমনটি হলে আগামী ২২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত আর মাঠে ফিরতে পারবেন না উরুগুয়ের তারকা ফুটবলার। এই ছয় সপ্তাহে সুয়ারেজ ৬টি ম্যাচ মিস করবেন। তবে উয়েফা চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোর লড়াইয়ের আগেই তিনি ফিরতে পারবেন। আগামী ২৬ ফেব্রুয়ারি ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে বার্সার লড়াই শুরু হবে। 

আরআইএস 
 

আরও পড়ুন