• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ১২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২০, ১২:৪০ পিএম

বাঁ হাতে ১৪ সেলাই, তবুও খেলবেন মাশরাফী!

বাঁ হাতে ১৪ সেলাই, তবুও খেলবেন মাশরাফী!

হার না মানা এক লড়াকু ক্রিকেটার মাশরাফী। শত আঘাতও যাকে টলাতে পারেনি, তিনি কি আর ১৪ টা সেলাইয়ের কাছে হেরে যাবেন!

শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের শুরুতেই চোখে পোকা পড়ে মাশরাফীর। এরপর খেলা চালিয়ে যান। ইনিংসের দ্বিতীয় ওভারেই আসেন বোলিং করতে। তিন ওভার বোলিংও করেন।

কিন্তু বিপত্তিটা বাঁধে ফিল্ডিং করতে গিয়ে। ম্যাচের একাদশ তম ওভারে মেহেদী হাসানের বলে কাভারে রাইলি রুশোর ক্যাচ নিতে ঝাঁপিয়ে পড়েছিলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফী।

ক্যাচ নিতে না পারলেও বলের আঘাতে ছাড়েন তিনি। কিছুক্ষণ পর জানা যায়, অধিনায়কের বাঁহাতের তালুতে লেগেছে ১৪টি সেলাই।

আর ফিল্ডিংয়ে নামেননি। বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী’র জানান, মাশরাফীর হাতে সেলাই পড়েছে ১৪টি। পরের ম্যাচের আগে সময়ও খুব কম। তাই খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের উইকেট রক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয় জানান, মাশরাফী এখনও আশা ছাড়েননি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটরের ম্যাচটা খেলতে চাইছেন।

শেষ পর্যন্ত বিজয়ের কথাটাই বোধহয় সত্যি হতে চলেছে। মাশরাফী গত রাতে ফিরে গেছেন টিম হোটেলে। প্রস্তুত হচ্ছেন চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা খেলার জন্য।

এদিকে মাশরাফীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি। দলের প্রয়োজনে বোলিংও করবেন বলে জানানো হয়েছে।

এমএইচবি