• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ১১:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২০, ১২:০০ পিএম

পাকিস্তানে খেলতে যাওয়ায় কূটনীতিক পরাজয় হয়নি: পাপন

পাকিস্তানে খেলতে যাওয়ায় কূটনীতিক পরাজয় হয়নি: পাপন

একদিন আগেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দৃঢ়কণ্ঠে বলে গেছেন সরকারের সবুজ সংকেত না পাওয়ায় তিন টি-টোয়েন্টির বেশি খেলতে পাকিস্তানে যাবে না বাংলাদেশ দল। ঘড়ির কাটায় চব্বিশ ঘণ্টা পেরোতেই বদলে গেছে সে সিদ্ধান্ত। আসলে বদলে দিয়েছে দুবাইয়ে পিসিবি সভাপতি এহসান মানির সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক।

তিন টি-টোয়েন্টির সঙ্গে দুই টেস্ট তো বটেই সঙ্গে বাড়তি এক ওয়ানডে খেলতেও পাকিস্তানে যাবে বাংলাদেশ। যাকে অনেকে দেখছেন বাংলাদেশের ক্রিকেটীয় কূটনীতিক পরাজয় হিসেবে। তবে এটাকে তেমনভাবে দেখছেন না পাপন, দুবাই থেকে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন তিনি। 

পাপন বলেন, ‘পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত কূটনীতিক পরাজয় হিসেবে দেখি না। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। যারা সমালোচনা করেছেন কেনো করছেন সেটা তাঁরাই ভাল জানেন। বাড়তি ওয়ানডে খেলা না খেলা নিয়ে কথা হওয়ার কারণ দেখি না।পিসিবি সিরিজের ক্ষতি পুষিয়ে নিতে ওটা বাড়তি যোগ করেছে।’

এমএইচবি