• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৮:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২০, ০৮:৩৫ পিএম

বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলতে নিষেধ করলেন পাকিস্তানের শোয়েব

বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলতে নিষেধ করলেন পাকিস্তানের শোয়েব

অনেক জলঘোলার পর অবশেষে পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তিন দাফে তিন ফরম্যাটেই পাকিস্তানের মাটিতে খেলবে বাংলাদেশ। তবে সফর নিয়ে নানা অনিশ্চয়তার জন্য, পাকিস্তানের সমর্থকরা অনেকেই বাংলাদেশের প্রতি নাখোশ। তবে তাদের বাজে কথা বলতে নিষেধ করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আক্তার।

তিনি বলেন, ‘আমি মানুষকে বলব বাংলাদেশের ব্যাপারে বাজে কথা না বলতে। তারা আসলে এমন করেছে অদৃশ্য চাপে পড়ে। এসব চাপ নিয়ে আমি প্রকাশ্যে কিছু বলতে পারব না। বিসিবিকে অনেক রাজনৈতিক পরিস্থিতি ও অনেক চাপ সামলাতে হয়েছে। কিন্তু বাংলাদেশের সফরের জন্য পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনের সুযোগ ছেড়ে দেওয়াটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে।’


২০২০ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা। সেখানে খেলতে যাবে না ভারত। স্বভাবতই এই টুর্নামেন্টটা অন্য জায়গায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করতে হচ্ছে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের বদলে নাকি এশিয়া কাপ ছেড়ে দিতে রাজি হয়েছে পাকিস্তান, শোনা যাচ্ছে এমন কথা। শোয়েব সে কথাই টানলেন। বললেন, এই সফরের জন্য এশিয়া কাপ ছেড়ে দেয়া ঠিক হবে না।

এদিকে, পিসিবি শেষ পর্যন্ত তিন ধাপে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনে সম্মত হলেও সেটাকে দেশের ক্রিকেটের জন্য সঠিক সিদ্ধান্ত মনে করছেন না শোয়েব। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘পাকিস্তান খুবই নিরাপদ একটি দেশ। যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটা দারুণ। অনেক ক্রিকেটারই পাকিস্তানের নিরাপত্তার প্রশংসা করেছে। এভাবে বিচ্ছিন্নভাবে সফর করার কোনো মানে হয় না। তবু তো ভালো বাংলাদেশ আসছে। কিন্তু এমন ভাগে ভাগে সফর করতে আসা বিশ্বের কাছে সঠিক বার্তা দিচ্ছে না।’