• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০৮:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২০, ০৮:৫৪ পিএম

মুশফিকদের টার্গেট ১৭১

মুশফিকদের টার্গেট  ১৭১

প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে মুশফিকুর রহিম, অধিনায়ক হিসেবে আন্দ্রে রাসেলও প্রথমবার। রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সও এর আগে হতে পারেনি বিপিএল চ্যাম্পিয়ন। তাই যেই জিতুক, নতুন চ্যাম্পিয়ন দেখবে বিপিএল। বঙ্গবন্ধু বিপিএলে চ্যাম্পিয়ন হতে মুশফিকদের প্রয়োজন ১৭১ রান।

আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে রাজশাহী। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিক। শুরুতে ব্যাট করতে নেমে বড় জুটি গড়তে পারেননি পুরো আসর জুড়েই দারুন খেলা আফিফ হোসেন ধ্রুব ও লিটন দাস।

দলীয় ১৪ রানে মাত্র ৮ বলে ১০ রান করেই মোহাম্মদ আমিরের বলে সাজঘরে ফেরত যান আফিফ। খুব বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি লিটনও, আউট হন ২৮ বলে ২৫ রান করে। তবে এদিন রাজশাহীর হাল ধরেন ইরফান শুক্কুর। ৬ চার ও ২ ছক্কায় মাত্র ৩৫ বলে ৫২ রান করে আউট হন সেই আমিরের বলেই শফিউলের হাতে ক্যাচ ধরে। বাকি কাজটা সারেন রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল ও মোহাম্মদ নেওয়াজ। বিধ্বংসী হয়ে ওঠা নেওয়াজ ৬ চার ও ২ ছক্কায় ২০ বলে ৪১ আর ১৬ বলে ২৭ রান করেন রাসেল।

এমএইচবি/এসএমএম