• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০, ১২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২০, ১২:৩৫ পিএম

গভীর রাতে শীতবস্ত্র বিতরণে ব্যস্ত সাকিব

গভীর রাতে শীতবস্ত্র বিতরণে ব্যস্ত সাকিব

শীতকালে রাস্তার ধারে চোখ মেললেই দেখা মেলে অসহায় মানুষের। ভারি কাপড়তো দূর, গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছেন তীব্র শীতকে সঙ্গী করেই। বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান পাশ দাঁড়িয়েছেন সেসব মানুষের। ঢাকার পর মাগুরাতেও। 

গভীর রাতে কম্বল নিয়ে অসহায় পাশে দাঁড়িয়েছেন, নিয়েছেন খোঁজ-খবর। সম্প্রতি রাতের আঁধারে রাস্তায় ঘুরে ঘুরে ফুটপাতে ঘুমন্ত মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন দেশসেরা এই অলরাউন্ডার। তার এই উদ্যোগকে এরিমধ্যে অনেকে স্বাগত জানিয়েছে।

প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান।

পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।