• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ১১:১৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২০, ১১:১৯ এএম

ম্যানইউকে হারিয়ে ইতিহাস গড়লো লিভারপুল 

ম্যানইউকে হারিয়ে ইতিহাস গড়লো লিভারপুল 
গোল করার পর জার্সি খুলে উদযাপন করা মোহাম্মদ সালাহকে জড়িয়ে ধরেন অ্যালিসন বেকার। ফটো : টুইটার

ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) দীর্ঘ ৩০ বছরের আক্ষেপের অবসান ঘটানোর লক্ষ্যে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল। হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইপিএলের ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ২২ ম্যাচে গোলের অনন্য কীর্তি গড়লো অলরেডরা। একইসঙ্গে ২২ ম্যাচ খেলার পর ইউরোপের শীর্ষ ৫ লীগে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড এখন ক্লপের দলের।

রোববার (১৯ জানুয়ারি) রাতে অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের কর্নার কিক থেকে বল পেয়ে হেডে বল জালে জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।  

২৫ মিনিটের মাথায় রবার্তো ফিরমিনোর দুর্দান্ত বাঁকানো শটে গোল করলেও টিভি রিপ্লেতে দেখা যায়, বল জালে জোড়ানোর পূর্ব মুহূর্তে ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে ফাউল করেছিলেন ফন ডাইক। ভিএআরের সাহায্যে রেফারি  ফাউলের বাঁশি বাজালে গোল বাতিল হয়ে যায়।

বিরতির পর একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও ব্যবধান বাড়াতে পারছিল না লিভারপুল। শেষ পর্যন্ত ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান গোলরক্ষণ অ্যালিসন বেকারের উঁচু করে বাড়ানো বল মাঝ মাঠ থেকে পেয়ে দুরন্ত গতিতে ছুটে গিয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করে বুনো উল্লাসে মাতেন মিশরের রাজা নামে খ্যাত মোহামেদ সালাহ। আসরে এটি তার ১১তম গোল। সোয়ানসি সিটি বাদে লীগের সবগুলো দলের বিপক্ষে গোল পেলেন সালাহ। 

এই নিয়ে টানা তিন হোম ম্যাচে রেড ডেভিলদের হারালো লিভারপুল। ২২ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে টেবিলে সবার উপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৪। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩ ম্যাচে ৪৮। দিনের আরেক ম্যাচে বার্নলির মাঠে ২-১ গোলে পরাজিত হওয়া লেস্টার সিটি ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। চার নম্বরের দল চেলসির পয়েন্ট ৩৯। ৫ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরআইএস 
 

আরও পড়ুন