• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ০৩:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২০, ০৩:৩২ পিএম

পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক ক্রিকেটাররা

পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক ক্রিকেটাররা
সংগৃহীত ছবি

বহুল আলোচিত পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে বিপিএল শেষ হওয়ার আগে। মিরপুরে প্রস্তুতি ক্যাম্পও চলছে দুই দিন ধরে। আর চারদিন পরই লাহোড়ে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের তিন দাফের পাকিস্তান সফর। তবে সেখানে থাকছেন না দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু তার ভূমিকা পালন করা নিয়ে চিন্তিত নন বলেই জানিয়েছেন স্কোয়াডের অন্যতম সদস্য নাজমুল হাসান শান্ত। 

তিনি বলেন, 'আমাদের যে ক্রিকেটাররা আছেন এবং নির্বাচকরা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। এজন্যই আমাদের নিয়েছেন। এরকমভাবে চিন্তা করছি না যে মুশফিক ভাইয়ের জায়গায় আমাদের একটা বড় ভূমিকা পালন করতে হবে।'

নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে পাকিস্তানে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন শান্ত। পাকিস্তান সফরে ক্রিকেটারদের নিরপত্তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও ক্রিকেটাররা সফরটি নিয়ে ইতিবাচক আছেন।

এ প্রসঙ্গে শান্ত বলেছেন, 'ওরকম কিছু না, আমরা ইতিবাচক আছি। আমাদের নিজেদের যে শক্তি ওই অনুযায়ী খেলতে পারলে খুব একটা সমস্যা হবে বলে মনে করছি না।'

এমএইচবি