• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৪:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০৪:৪৭ পিএম

রাকিবুলের হ্যাটট্রিক, জয় পেতে দরকার ৯০ রান

রাকিবুলের হ্যাটট্রিক, জয় পেতে দরকার ৯০ রান

প্রথম ম্যাচে বড় জয় দিয়েই আসর শুরু করেছিলে বাংলাদেশ। টাইগার যুবারা জিম্বাবুয়েকে হারিয়েছিল ৯ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও প্রথম ইনিংসে বেশ দাপটই দেখিয়েছেন আকবর আলীরা। স্কটল্যান্ডকে গুটিয়ে দিয়েছে মাত্র ৮৯ রানে। 

এদিন শুরু থেকেই স্কটল্যান্ডের ব্যাটসম্যানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ৯ রানে মাথায় প্রথম আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। ঠিক তার দুই রান পরই আবারও প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন এই পেসার।ম্যাককিনতসকে পরিণত করেন আকবর আলির ক্যাচে।

এরপর আঘাত হানেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মৃত্যুঞ্জয় চৌধুরীও। পেসারদের দাপটের সব চেয়ে বড় ঘটনাটা ঘটান স্পিনার রকিবুল হাসান। নিজের ৪র্থ ওভারে করে ফেলেন হ্যাটট্রিক। কেস সাজ্জাদকে ৭ রানের বেশি করতে না দিয়ে বোল্ড করেন রাকিবুল। পরের বলে লেইল রবার্টসনকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রাকিবুল। চার্লি পিটকে পরের বলে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। 

স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ৪৮ বলে রান ২৮ করেন উজাইর শাহ। এছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল দুই জন। ২৪ বল থেকে অধিনায়ক আঙ্গুস গাই করেন ১১ রান ও ২২ বলে ১৭ রান করেন জেমি কারনিস।

এমএইচবি