• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৭:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০৭:৩৯ পিএম

স্কোয়াড নিয়ে আশাবাদী রিয়াদ, তামিমকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা

স্কোয়াড নিয়ে আশাবাদী রিয়াদ, তামিমকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা

নানা অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মিরপুরে তিনদিনের প্রস্তুতি ক্যাম্পও করেছে টাইগাররা। বুধবার লাহোড়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মাহমুদুল্লাহরা। ২৪ জানুয়ারি লাহোড়ের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির মধ্যে দিয়ে প্রায় ১৩ বছর পর পাকিস্তানে খেলতে নামবে বাংলাদেশ। 

সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৫ সদস্যের স্কোয়াড নিয়েও আশাবাদী রিয়াদ, ‘আমি এই মুহূর্তে খুবই খুশি, যারা স্কোয়াডে সুযোগ পেয়েছে তাদের নিয়ে।’

‘সবাই খুব ভালো পারফরম্যান্স করেছে এই বিপিএলে। যারা ব্যাটসম্যান ছিল তারা রান পেয়েছে, বোলাররা যারা ছিল ওরা উইকেট পেয়েছে। সব মিলিয়ে আমি খুব আত্মবিশ্বাসী আমার দল নিয়ে। দেখার বিষয় আমরা ওখানে গিয়ে নিজেদের কত ভালোভাবে প্রয়োগ করতে পারি।’


দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও অধিনায়ক নিজে। ফলে দলীয় সাফল্য পেতেও তাদের রাখতে হবে অনন্য ভূমিকা। টাইগার দলপতি সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন তাদের দুজনকে নিতে হবে বড় দায়িত্ব। ধীরগতির ইনিংস খেলে বিপিএলে বেশ সমালোচিত হয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এমনকি পাকিস্তান সিরিজে তার ভূমিকা কেমন হবে তা এখনো নিশ্চিত করে জানাননি দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

কিন্তু টাইগার দলপতি জানালেন টপ অর্ডারে তামিম ইকবালকেই রাখতে হবে বড় ভূমিকা, ‘আমি এবং তামিম- আমরা দুজনই ব্যক্তিগতভাবে ফিল করি যে আমাদের দায়িত্ব বেশি থাকবে। টপ অর্ডারে তামিমের অভিজ্ঞতা অনেক বেশি কাজে আসবে। ও খুব ভালো ছন্দে আছে, রান করেছে এই বিপিএলে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব যে আমার দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারি। আমার যে ভূমিকা থাকবে, শেষ পর্যন্ত ব্যাটিং করা- আমি ওই জিনিসটা করার চেষ্টা করব।’

এমএইচবি