• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ০৯:৪৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২০, ০৯:৪৭ এএম

বিশ্বকাপ জয়ী বীরদের রাজসিক সংবর্ধনা আজ

বিশ্বকাপ জয়ী বীরদের রাজসিক সংবর্ধনা আজ
বিশ্বকাপ ট্রফি নিয়ে যুবদের উল্লাস ● সংগৃহীত

বিশ্বকাপ জয়ী বীর যুবারা দেশে ফিরছে আজ।  বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে প্রস্তুতি হচ্ছে হোম অব ক্রিকেট। ক্রিকেটারদের ছবি দিয়ে বানানো, বিশাল ব্যানার আর আলোকসজ্জায় নতুন রূপ পেয়েছে শেরে বাংলা স্টেডিয়াম।

কোচিং স্টাফের সাথে চুক্তি নবায়নের উদ্যোগও নিয়েছে বিসিবি। যুব দলের ক্রিকেটারদের আরও পরিচর্যার পর জাতীয় দলের জন্য বিবেচনা করতে চান প্রধান নির্বাচক।

ফ্লাইট শিডিউলের সাথে আনুষ্ঠানিকতায়ও পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। তবে পরিবারের সান্নিধ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি।

যুব দল থেকে এক ঝাঁক প্রতিভা নিয়ে সবার মতো আশাবাদী নির্বাচকরাও। অনেকে এখনই জাতীয় দলে সুযোগের দাবিও তুলেছেন। তবে আপাতত হাই পারফর্ম্যান্স ইউনিটে রেখে আরও পরিচর্যার তাগিদ মিনহাজুল আবেদীনের।

যুব দলের সাফল্যের পেছনে যারা নিবিড়ভাবে কাজ  করেছেন সেই কোচিং স্টাফদের সকলের মেয়াদ বাড়ানোর সুখবর দিলেন বিসিবি প্রধান নির্বাহী।

তবে যুব দলের তিন ক্রিকেটারের সাসপেনশন পয়েন্ট নিয়ে কোনও মন্তব্য করেননি বিসিবি এ কর্মকর্তা।

এসএমএম