• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ১০:৪৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২০, ১০:৪৭ এএম

ছয় মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে

ছয় মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার ফরাসি স্ট্রাইকার ওসমান দেম্বেলে। ফিনল্যান্ডে মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হয়েছে বলে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।

অনেকদিন ধরেই ঊরুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন দেম্বেলে। তবে তা কাটিয়ে মাঠে ফেরার প্রহর গুনছিলেন, দলের সঙ্গে সপ্তাহখানেক ধরে অনুশীলনও করছিলেন তিনি। কিন্তু ফের চোটে পড়ায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। 

২০১৭ সালে লা লিগা চ্যাম্পিয়নদের দলে যোগ দেয়ার পর থেকে দুই পায়েই অনেকবার চোট পেয়েছেন দেম্বেলে। বার্সেলোনার হয়ে মোট ৬৩টি ম্যাচ মিস করেছেন তিনি। চলতি মৌসুমে মাত্র তিনটি ম্যাচে পুরো সময় খেলতে পেরেছেন ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের এই উইঙ্গার। নতুন এই চোটের কারণে ২০২০ ইউরো খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে ২২ বছর বয়সী এই ফুটবলারের। 

এমএইচবি