• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৩:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৩:৩৬ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফীর না খেলার আভাস

জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফীর না খেলার আভাস

নিজেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার সামনে এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মাশরাফী খেলবেন কি না।  এ নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জনও। 

বিশ্বকাপের পর থেকে জাতীয় দলকে যেন এড়িয়ে চলছে মাশরাফী। ইনজুরির কারনে যেতে পারেননি শ্রীলঙ্কা সফরে। বিপিএলে একাধিক বার জানিয়েছেন এখনই অবসর নিচ্ছেন না। বিসিবির চাওয়া ছিল কিংবদন্তি অধিনায়কে সন্মানের সাথে বিদায় দেয়া।

বিশ্বকাপে মাত্র এক উইকেট নেয়ার পর আলোচনা, সমালোচনায় টাইগার অধিনায়ক। বোঝা হয়ে থাকতে চান না নিজেকে সরিয়ে নিয়েছেন চুক্তি থেকে। আভাস পাওয়া গেছে জিম্বাবুয়ে সিরিজ থেকেও নাম প্রত্যাহারের। কিন্তু কেনো সেটা স্পষ্ট নয়। একের পর এক মিটিংও চলছে। সিদ্ধান্ত চুড়ান্ত হবে বিসিবি সভাপতির সাথে বসেই।

টেস্টে বাদ পড়লেও যদি মাশরাফী না খেলেন তবে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেতে পারেন মাহমুদুল্লাহ। আবার বেছে নেয়া হতে পারে তামিম ইকবালকেও।

এদিকে ট্রেইনার ও কন্ডিশনিং কোচ মারিও ভিলাভারাইন চলে যাবেন মাস শেষে। তার জায়গাতে দ্রুত নতুন কাউকে নিয়োগ দিতে ততপর বিসিবি।

এমএইচবি