• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ১১:৩২ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২০, ১১:৩২ এএম

ঘরের মাঠেও জিততে পারলো না টটেনহ্যাম

ঘরের মাঠেও জিততে পারলো না টটেনহ্যাম

দলের মূল স্ট্রাইকার হ্যারিকেইন নেই। কয়েক দিন আগে ছিটকে গেছেন আরেক ফরওয়ার্ড সন হিউং-মিনও। ইংলিশ প্রিমিয়ার লীগের দল টনেহ্যাম হটস্পায়ারের এমন ভঙ্গুরতার সুযোগ ভালোভাবেই নিয়েছে জার্মান ক্লাব লাইপজিগ। স্পার্সদের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচে তাদের হারিয়েছে ১-০ গোলে। 

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো জার্মান ক্লাবটি, তবে টিমো ভেরনারের শট প্রতিহত হওয়ার পর আনহেলিনোর ফিরতি শট পোস্টে বাধা পায়।  

প্রথমার্ধে মোট ১৩টি শট টটেনহ্যামের জালে নেয় লাইপজিগ। তবে গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ৫৮ মিনিটের মাথায়ে এগিয়ে যায় লাইপজিগ। টটেনহ্যামের ডিফেন্ডার বেন ডেভিস লাইপজিগের লাইমারকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পট কিক থেকে গোল করেন ভেরনার।

যদিও ম্যাচের শেষ ২০ মিনিটে খেলায় ফিরে আসে টটেনহ্যাম। ৭৩ মিনিটে জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিক ফিরিয়ে দেন লাইপজিগের গোলরক্ষক গুলাসি। এছাড়াও শেষ দিকে আরেকটি দারুণ আক্রমণ ফিরিয়ে দেন লাইপজিগের এ হাঙেরিয়ান গোলরক্ষক। শেষ ২০ মিনিটের খেলায় ফিরতে লেগে জয়ের পরের পর্বে যাওয়ার আশা দেখছেন টনেহ্যাম বস হোসে মরিনহো। 

এমএইচবি