• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ০২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২০, ০২:৪২ পিএম

কেউ না দাঁড়ালে বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন বাদল রায়

কেউ না দাঁড়ালে বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন বাদল রায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন ঘনিয়ে এলেই যেন নাটকীয় হয়ে ওঠে ফুটবলাঙ্গন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই বছর ধরে নির্বাচনের মাঠ গুছানো তরফরদার রুহুল আমিন কয়েক দিন আগেই ঘোষণা দিয়েছেন সভাপতি পদে নির্বাচন না করার। 

এরপর অনেকেই ধারনা করেছিলেন এবার বোধ হয় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে যাবেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তবে তাতে বাঁধ সেধেছেন বাফুফের বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায়। কেউ সভাপতি পদে নির্বাচন না করলে তিনিই দাঁড়াবেন বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার।  

(বৃহস্পতিবার) মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দিয়েছেন এ সাবেক তারকা ফুটবলার। তিনি বলেন, ‘কেউ যদি সভাপতি পদে না দাঁড়ান, তাহলে আমিই দাড়াবো।’

তিনি আরও বলেন, ‘তরফদার রুহুল আমিন তৃণমূলের ফুটবল, ফুটবলারদের নিয়ে অনেক কাজ করেছেন। এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। কারণ আমিও তৃণমূল থেকে উঠে এসেছি। তারকা ফুটবলার হয়েছি। এটা অস্বীকার করছি না সালাউদ্দিন ভাই আমাদের চেয়ে অনেক বড় তারকা। কিন্তু ওনার সাংগঠনিক দক্ষতা কখনই ভালো ছিল না। আমি সালাম, এনায়েত, সান্টু, বাবলু, মহসিন আমরাও খেলেছি। মোহামেডানের মতো বড় ক্লাবে খেলেছি। এই ক্লাব অনেক ফুটবলার তৈরি করেছে।’

এসময় সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যও সালাউদ্দিনকে দায়ী করে তিনি বলেন, ‘তরফদার রুহুল আমিন সাহেব সরে যাওয়ার পেছনে সালাউদ্দিন ভাই দায়ী’

‘ব্যক্তিগত কারণ দেখিয়ে তরফদার রুহুল আমিন সাহেব সরে গেছেন। আমি তো মরি নাই। আমাদের মাতৃসম প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আমি মায়ের আসনে বহু আগেই বসিয়েছি; ওনি আমাকে পূনর্জন্ম দিয়েছেন। যতদিন বেঁচে থাকব অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাব’- বাদল রায়

এমএইচবি