• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ১১:০১ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২০, ১১:০৯ এএম

মুমিনুলের সেঞ্চুরি

মুমিনুলের সেঞ্চুরি

মুমিনুল হক ও মুশফিকুর রহিম ক্রিজে সেট হয়ে গেছেন। ছন্দময় ব্যাটিং উপহার দিচ্ছেন তারা। রীতিমতো জিম্বাবুয়ে বোলারদের তোপ দাগাচ্ছেন এ জুটি। অধিনায়ক মুমিনুল এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম তিন অংক ছোঁয়া ইনিংস।

দেশের হয়ে সর্বোচ্চ ৯ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। দুর্দান্ত শতক দিয়ে সেই রেকর্ডে ভাগ বসালেন মুমিনুল। ক্রিকেটের লংগার ভার্সনে এখন পয়েট অব ডায়নামোর সেঞ্চুরি সংখ্যাও ৯টি।

টেস্ট অধিনায়দের দায়িত্ব কাঁধে নেয়ার পর সেঞ্চুরি দেখা পাননি মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই সেঞ্চুরি দেখা পেলেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৩২ রান।মুমিনুল সেঞ্চুরি করেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন ৯ম টেস্ট সেঞ্চুরি।

রোবাবার (২৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন আধিপত্য বিস্তার করে তৃতীয় দিনও একই ধারা বজায় রেখেছে বাংলাদেশ। লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যেই।

দ্বিতীয় দিনের শেষ ভাগ থেকেই জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তৃতীয় দিন ২২তম টেস্ট হাফসেঞ্চুরি করে মুশফিক। মুশফিক ক্রিজে আছেন ৮৪ রানে, মুমিনুল হক ১১৫ রানে। জুটিতে রান এসেছে ১৫৬টি। লিড ৬৯।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন সকালে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। 

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১০৬.৩ ওভারে ২৬৫

এসএমএম