• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২১, ২০২০, ০৮:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২০, ০৮:১৪ পিএম

টাইগারদের আয়ারল্যান্ড সফর স্থগিত

টাইগারদের আয়ারল্যান্ড সফর স্থগিত

কোভিড-১৯ এর জেরে এবার স্থগিত হলো টাইগারদের আয়ারল্যান্ড সফর। 

মে মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। তবে ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টি-টোয়েন্টি সিরিজের হওয়ার কথা ছিল ইংল্যান্ডে। কিন্তু করোনাভাইরাসের কারণে সরকারের পরামর্শে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

করোনাভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এমন পরিস্থিতে উভয় দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি বলে জানান ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডিউট্রোম।

তিনি বলেন, মূলত খেলোয়াড়-কোচ ও সমর্থকদের জীবনের ঝুঁকির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসএমএম