• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০, ১০:১০ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০, ১০:১০ এএম

শুরুতেই হোঁচট খেল রিয়াল 

শুরুতেই হোঁচট খেল রিয়াল 

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে চলিত মৌসুমে লা লিগায় যাত্রা শুরু চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। সান সেবাস্তিয়ানে রিয়াল সোসিয়েদাদের আতিথ্যে নতুন মৌসুম শুরু করে লস ব্ল্যাঙ্কোসরা। ইনজুরি জর্জরিত রিয়াল মাদ্রিদ দলে এদিন ছিলেন এডেন হ্যাজার্ড, মার্কো অ্যাসেন্সিওরা। ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়ে দুই দলকে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গোলশূন্য ড্রয়ে জিদানের কপালে চিন্তার ভাঁজ বাড়বে বৈকি! ম্যাচে অবশ্য বেশকিছু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। করিম বেনজেমা, সার্জিও রামোসরা জাল খুঁজে পাননি অথবা নতুন মৌসুমের জন্য ঠিকভাবে গা-ঝাড়া দিয়ে উঠতে পারেননি। অন্যদিকে, রক্ষণাত্মক কৌশলে থাকা সোসিয়েদাদ পাল্টা আক্রমণে ভীতি ছড়িয়েছে বার কয়েক।

এ ড্রয়ে লা লিগার পয়েন্ট তালিকার দশম স্থানে জায়গা করে নিয়েছে এক সপ্তাহের বাড়তি বিশ্রাম পাওয়া রিয়াল। অন্যদিকে, সোসিয়েদাদের এটি টানা দ্বিতীয় ড্র। তারা আছে তালিকার নয় নম্বরে। আগামী সপ্তাহে নামবে বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়াও।

জাগরণ/এমআর