• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০, ০৪:৩২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০২০, ০৪:৩২ পিএম

বাংলাদেশে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ হতে পারে স্থগিত 

বাংলাদেশে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ হতে পারে স্থগিত 

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আইসিসির সূচি অনুযায়ী ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ স্থগিত হতে পারে। যদিও এ ব্যাপারে আগামী নভেম্বরে আইসিসির বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উপমহাদেশসহ বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আসরটি সম্ভাব্য আগামী বছর হতে পারে। যদিও অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ব্যাপারে আইসিসি এখনও কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আইসিসি বিসিবির সঙ্গে নিয়মিত আলোচনা করছে। তবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ব্যাপারে গভর্নিং বডি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

এর আগে কোভিড-১৯ এর কারণে অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ স্থগিত হয়। ২০২২ সালের আগে এই টুর্নামেন্টগুলো আর আলো দেখছে না। এদিকে, ২০২২ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে পুরুষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি রয়েছে। একই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া আয়োজন করতে পারে নারী অ্যাশেজ।

গত বছরের অক্টোবরে দুবাইতে আইসিসির সভায় অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ঘোষণা আসে। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আইসিসি এক ঘোষণার মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে পরবর্তী আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করে। আইসিসি তখন এক বিবৃতিতে জানিয়েছিল, বাংলাদেশে ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসরের ব্যাপারে বোর্ড অনুমোদন দিল এবং প্রতি দুই বছর পরপর এটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আয়োজক দেশ হওয়ার পর বিসিবি কক্সবাজারে আঞ্চলিক টুর্নামেন্টে ভালো করা ২৫ তরুণী নারী ক্রিকেটারকে নির্বাচন করে অনুশীলন ক্যাম্প শুরু করেছিল।

এসইউ