• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ১১:২৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ১১:২৭ এএম

মোরাতার জোড়া গোলে জিতল জুভেন্টাস

মোরাতার জোড়া গোলে জিতল জুভেন্টাস
গোলদাতা আলভারো মোরাতাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ফটো: জুভেন্টাস ওয়েবসাইট

চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার জোড়া লক্ষ্যভেদে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলের জয় ছিনিয়ে নিয়েছে জুভেন্টাস। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো করোনা আক্রান্ত থাকায় তাকে ছাড়াই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

গত মঙ্গলবার কিয়েভের ম্যাচে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচটিতে জুভেন্টাসের কোচ হিসেবে  আন্দ্রে পিরলো দায়িত্ব নেয়ার পর চ্যাম্পিয়ন্স লীগে নিজের প্রথম মিশনেই জয়ের মুখ দেখলেন। 

প্রথমার্ধের খেলায় তেমন প্রাণ ছিল না। আক্রমণ-পাল্টা আক্রমণের প্রদর্শনী খুব একটা লক্ষ্য করা যায়নি। ম্যাচের ১৯ মিনিটে জর্জিও চিল্লিনি ডিফেন্ডার জর্জিও চিয়েল্লিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়ায় জুভরা বড় ধাক্কা খেয়েছিল। অতর্কিত আক্রমণ করে তুরিনের বুড়িদের রক্ষণভাগকে কয়েকবার পরীক্ষায় ফেলছিল স্বাগতিকরা। যদিও ফিনিশিংয়ের অভাবে তারা গোলের দেখা পায়নি। 

বিরতির পরই গোলের দেখা পেরে যায় জুভেন্টাস। ৪৬ মিনিটে কুলুসেভস্কি নেয়া জোরালো শট কিয়েভ গোলরক্ষক বুশচান ফিরিয়ে দিলেও তা ধরতে পারেননি। ফিরে আসা বল পেয়ে খুব সহজেই বাম পায়ের শটে লক্ষ্যভেদে অতিথিদের লিড এনে দেন মোরাতা।

গোল হজমের পর ডায়নামো ৪ বছর পর চ্যাম্পিয়ন্স লীগে খেলতে আসা কিয়েভ লড়াকু ফুটবল খেলে ম্যাচে ফেরার চেষ্টা করে। জুভেন্টাসও আক্রমণ হানিয়ে ম্যাচ জমজমাট করে তোলে। তবে প্রথমার্ধের মতোই ফিনিশিংয়ের অভাবে কিয়েভ বল জালে পাঠাতে পারেনি। বরং ৮৪ মিনিটে জুয়ান কুয়াদ্রাদোর ক্রসে বল পেয়ে হেডে গোল করে মোরাতা ব্যবধান দ্বিগুণ করেন। 

জুভেন্টাস উইঙ্গার চিয়াসা ম্যাচ শেষে বলেন, দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া গোলটি আমাদের ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। চ্যাম্পিয়ন্স লীগে ভালো শুরুর জন্য আমরা যেকোনো মূল্যে জয় চেয়েছিলাম। জুভেন্টাসের উপর প্রত্যাশার চাপ সবসময় বেশি থাকে। তবে আমরা সবসময় জয়ের চেষ্টাই করি। 

এসইউ