• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০, ১১:৩৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০২০, ১১:৩৬ এএম

মেসির অবসরের পর টিভি ভেঙে ফেলবো! 

মেসির অবসরের পর টিভি ভেঙে ফেলবো! 

আর্জেন্টিনার অধিনায়ক ও বর্তমান বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির অবসরের পর টিভি ভেঙে ফেলবেন বলে ঘোষণা দিয়েছেন ইতালির কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ান ভিয়েরি। 

ইতালির সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টসে মেসির প্রশংসা করতে গিয়ে ৪৭ বছর বয়সী ভিয়েরি বলেন, ‘মেসি হলো জাদুকর ফুটবলার। সে ফুটবলের হ্যারি পটার। সে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা। কিন্তু মেসিকে একদিন ফুটবল থেকে বিদায় নিতে হবে। সে যেদিন খেলা ছাড়বে, সেদিন আমি আমার বাসার টিভি বাইরে ছুঁড়ে ফেলবো। কারণ মেসি থেমে গেলে টিভিতে ফুটবল ম্যাচ দেখার আর প্রয়োজন পড়বে না।’

উল্লেখ্য, ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতালির হয়ে ৪৯ ম্যাচে ২৩ গোল করেছেন সাবেক স্ট্রাইকার ভিয়েরি। ক্লাব ক্যারিয়ারে ৩৯৪ ম্যাচে তার মোট গোলের সংখ্যা ১৯৪। ২০০৯ সালে আটালান্টার হয়ে তিনি শেষবারের মতো খেলতে নামেন। ইন্টার মিলানের হয়ে ৬ বছর (১৯৯৯-২০০৫) খেলার সময় ভিয়েরি তার ক্লাব ক্যারিয়ারের স্বর্ণযুগ পার করেছেন। দলটির হয়ে ১৪৩ ম্যাচে করেছিলেন ১০২ গোল। তিনি তৎকালীন সময়ে ইন্টারে ফুটবল ইতিহাসের রেকর্ড ৪৯ মিলিয়ন ইউরোতে ট্রান্সফারে যোগ দেন।  

এসইউ