• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০, ১১:৩২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩০, ২০২০, ১১:৩২ এএম

৪১ বছর পর আর্সেনালের মাঠে উলভদের জয়

৪১ বছর পর আর্সেনালের মাঠে উলভদের জয়
আর্সেনালের বিপক্ষে জয়সূচক গোল করার পর সতীর্থদের সঙ্গে পেদ্রো নেতোর উদযাপন। ফটো: রয়টার্স

আর্সেনাল ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সর্বশেষ তাদের বিপক্ষে ১৯৭৯ সালে জয় নিয়ে মাঠ ছেড়েছিল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। গত রোববার রাতে দীর্ঘ ৪১ বছর পর গানারদের ২-১ গোলে হারিয়ে পুরনো সেই স্মৃতিকে উলভরা মনে করিয়ে দিয়েছে।

ম্যাচের পঞ্চম মিনিটে অবশ্য ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। কর্নারে হেড করতে গিয়ে আর্সেনালের ডাভিড লুইস ও উলভারহ্যাম্পটনের রাউল হিমেনেস মাথার সংঘর্ষে গুরুতর আঘাত পান। হিমেনেসকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। লুইস মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলা চালিয়ে যান।

২৭ মিনিটের মাথায় আদামা ত্রাওরের ক্রসে একজনের হেড ক্রসবারে লেগে ফিরে আসার পর বল জালে জড়িয়ে দিয়ে অতিথিদের এগিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। তিন মিনিট পরেই অবশ্য স্বদেশি উইলিয়ানের কর্নার কিক থেকে বল পেয়ে হেডে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান  ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়াল মাগালেস।

বিরতির আগে ৪২ মিনিটে ড্যানিয়েল পোডেন্সের ডান পায়ের শট লক্ষ্যভেদ করলে আবার লিড পায় উলভারহ্যাম্পটন। বিরতির পর আর কেউ গোল না পাওয়ায় নিজেদের মাঠে টানা তৃতীয় হারের স্বাদ পেল লীগে কঠিন সময়ের ভেতর দিয়ে যাওয়া আর্সেনাল। হোম-অ্যাওয়ে মিলে টানা তিন ম্যাচে পয়েন্ট হারালো মিকেল আর্তেতার দল। গত সপ্তাহে লিডস ইউনাইটেডের মাঠে গোলশূন্য ড্রয়ের আগের রাউন্ডে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল গানাররা।

এই জয়ের ফলে উলভারহ্যাম্পটন ১০ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছে। পঞ্চম হারের স্বাদ পাওয়া আর্সেনাল ১৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে।

এসইউ