• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০, ১০:১৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৪, ২০২০, ১০:১৭ এএম

উয়েফা নেশন্স লীগ

সেমিতে ইতালির প্রতিপক্ষ স্পেন, বেলজিয়ামকে পেল ফ্রান্স

সেমিতে ইতালির প্রতিপক্ষ স্পেন, বেলজিয়ামকে পেল ফ্রান্স

উয়েফা নেশন্স লীগের দ্বিতীয় আসরের (২০২০-২১) ফাইনালসের ড্র অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের নিঁওতে অনুষ্ঠিত এই ড্রতে নির্ধারিত হয়েছে, প্রথম সেমিফাইনালে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।

একইসঙ্গে আসরের সেমিফাইনাল ও ফাইনালের সূচি ও ভেন্যুও নির্ধারণ করা হয়েছে। সব কটি ম্যাচেরই স্বাগতিক দল ইতালি।  আগামী বছরের ৬ অক্টোবর মিলানের সান সিরোতে ইতালি শেষ চারের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে। পরের দিন ৭ অক্টোবর তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বেলজিয়াম ও ফ্রান্স।

১০ অক্টোবর  তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও হবে। একই দিন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। মিলানের সান সিরোতে শিরোপা লড়াইয়ে সেরা দুই দল নামবে ।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর-নভেম্বরে অনুষ্ঠিত গ্রুপ পর্বে ‘এ’ লীগে চার গ্রুপের সেরা হয়ে সেমিতে পা রাখে ইতালি, স্পেন, ফ্রান্স ও বেলজিয়াম।


সেমিফাইনাল
৬ অক্টোবর : ইতালি-স্পেন (সান সিরো, মিলান)
৭ অক্টোবর : বেলজিয়াম-ফ্রান্স (জুভেন্টাস স্টেডিয়াম, তুরিন)

তৃতীয় স্থান নির্ধারণী
১০ অক্টোবর : জুভেন্টাস স্টেডিয়াম, তুরিন

ফাইনাল
১০ অক্টোবর : সান সিরো, মিলান

এসইউ