• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০, ০১:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০২০, ০১:২০ পিএম

নাপোলির হোম গ্রাউন্ড এখন ম্যারাডোনার নামে

নাপোলির হোম গ্রাউন্ড এখন ম্যারাডোনার নামে

ম্যারাডোনার সম্মানে ইতালির ক্লাব নাপোলির হোম গ্রাউন্ড স্তাদিও সান পাওলোর নাম পরিবর্তিত হলো। সমর্থকদের ইচ্ছে অনুযায়ী নতুন নাম, `স্তাদিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা'। ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন ডিয়েগো ম্যারাডোনা। ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলিতে খেলেছেন এই ফুটবল লিজেন্ড। নাপোলির ৯৪ বছরের ফুটবল ইতিহাসে কেবল দুটো স্কুদেত্তো জেতার সুযোগ হয়েছে। আর তা সম্ভব হয়েছিল ম্যারাডোনার জাদুতেই। ম্যারাডোনা তাঁর পায়ের জাদুতে ক্লাবটিকে সিরি ‘আ’ জিতিয়েছিলেন ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে। নাম পরিবর্তনে কাগজ পত্রের কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। তবে সেটাও দ্রুত হয়ে যাবার কথা। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের মৃত্যুর পর ইউরোপা লিগের ম্যাচেও শ্রদ্ধা জানিয়েছিল নাপোলি। পরে রোমার বিপক্ষে লিগ ম্যাচেও জানানো হয়েছে শ্রদ্ধা। ম্যারাডোনর মৃত্যুর পরপরই সমর্থকরা হোম গ্রাউন্ডের নাম ম্যারাডোনার নামে রাখার দাবী করে।