• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০, ০২:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০২০, ০২:৫৮ পিএম

জাতীয় দল ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কোরে অ্যান্ডারসন

জাতীয় দল ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কোরে অ্যান্ডারসন
অলরাউন্ডার কোরে অ্যান্ডারসন

জাতীয় দল থেকে অবসর নিলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার কোরে অ্যান্ডারসন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ  টি-টোয়েন্টি ক্রিকেটে নাম লেখানোর  পরপরই জানিয়ে দিলেন অবসরের কথা। তিন বছরের জন্য নতুন চুক্তি করেছেন এই কিউই। ২৯ বছর বয়স্ক অ্যান্ডারসন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন ২০১২ সালে। তবে সবার নজরে আসেন ৩৬ বলে সেঞ্চুরি করে। পাকিস্তানের শহীদ আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।  আফ্রিদির রেকর্ড ভাঙ্গা অসম্ভব মনে করা হতো সেই সময়। ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দেন অ্যান্ডারসন। পরে অবশ্য দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স রেকর্ডটি নিজের করে নেন ৩১ বলে সেঞ্চুরি করে। ব্লাক ক্যাপসদের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৯৩টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। তবে ইনজুরির কারণে জাতীয় দলে ছিলেন অনিয়মিত।