• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০৩:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০৩:২১ পিএম

বার্নলির কাছে হেরে বিপদে লিভারপুল

বার্নলির কাছে হেরে বিপদে লিভারপুল

গত মৌসুমে বেশ দাপটের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। তবে এবার শেষ পাঁচ ম্যাচ দেখে মনেই হবে না গত মৌসুমেই এত ভালো সময় কাটিয়েছে ‘বিগ ফোর’ এর দলটি। সর্বশেষ ম্যাচে বার্নলির বিপক্ষে হেরে ধুঁকছে তারা। এবার যেন শিরোপার দৌড়ে টিকে থাকাই কষ্টকর হয়ে পড়ছে লিভারপুলের জন্য। 

ঘরের মাঠে বার্নলির কাছে ১-০ গোলে হেরে এবার কঠিন সমালোচনার মুখে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা টানা পাঁচ ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি। এছাড়াও এই মৌসুমে গোলশূন্য লিভারপুলকে দেখা গেছে চারটি ম্যাচে। দুই দশকে এমন অবস্থায় কখনও পড়েনি তারা।

ডিসেম্বরে ক্রিস্টাল প্যালেসকে ৭-০ গোলে হারানোর পর যেন আগের লিভারপুলও হারিয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করার আশা করবে যে কেউই। তবে ওয়েস্ট ব্রম, নিউক্যাসল, সাউদাম্পটন এবং বার্নলির বিপক্ষে খেলে মোটে দুই পয়েন্ট আনতে পেরেছে লিভারপুল! 

এভাবে চলতে থাকলে শেষ চারে যেতেই যে বেগ পেতে হতে পারে লিভারপুলকে। আর শেষ পাঁচ নম্বর পজিশনও যদি কোনোভাবে হাতছাড়া হয়ে যায়, তখন উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার দেখা যাবে না লিভারপুলকে।