• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০৫:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০৫:৪৬ পিএম

টাইগারদের সিরিজ জয়

টাইগারদের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত উইকেটে দ্বিতীয় ওয়ানডে জিতে ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৪৮ রানের সহজ টার্গেটে খেলতে নেমে মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়ের পর আজ শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলো বাংলাদেশ। আর তাই বল হাতে দাপটের পর ব্যাটিং নিয়ে খুব একটা দুশ্চিন্তায় পড়তে হয়নি।

বোলিংয়ে মিরাজ সাকিবদের অসাধারণ নৈপুণ্যে ১৪৮ রানে ক্যারিবিয়দের আটকে দেয়ার পর ব্যাটিংয়ে ঝড় তুলেন টাইগার ওপেনাররা। তবে শুরুতে লিটন ও শান্তর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সাকিবকে নিয়ে বাকিটা সামাল দেন অধিনায়ক তামিম ইকবাল খান। তামিমের অর্ধশতকে অনেকটাই বাংলাদেশের দিকে ঘুরে যায় ম্যাচের গতি। এরপর তামিমের বিদায়ে ম্যাচের হাল ধরেন সাকিব-মুশফিক।

আজ বল হাতে দুই উইকেট নেয়ার পর মাত্র ৫০ বল খেলে ৪৩ রান করে অপরাজিত থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৫ বল খেলে ৯ রান নিয়ে শক্ত হাতে উইকেট ধরে রাখেন উইকেটকিপার মুশফিকও।

টসে জিতে ব্যাটিং নিয়েই ধুঁকতে থাকে ক্যারিবীয়রা। ৫ থেকে ১৮—এই ১৩ ওভারেই প্রথম ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ ওভার চার বলে সব কটি উইকেট হারিয়ে ১৪৮ রানে শেষ হয় প্রথম ইনিংস।
 
ফিল্ডিংয়ে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সাকিব-মিরাজের স্পিন ঘূর্ণিতে ফিরে দাঁড়াতে পারেনি উইন্ডিজ দল। মেহেদী হাসান মিরাজ ৯ দশমিক ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ১০ ওভারে ৩০ রানে দিয়ে ২টি উইকেট পেয়েছেন। নবাগত হাসান মাহমুদও পেয়েছেন ১টি উইকেট।