• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ১২:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২১, ০১:২৯ পিএম

‘শূন্য’-তে সাজঘরে লিটন দাস

‘শূন্য’-তে সাজঘরে লিটন দাস

দীর্ঘদিন পর দর্শকবিহীন মাঠে ফিরেছে ক্রিকেট। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে নামার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও প্রায় এক বছর পর ফিরল বাংলাদেশ। প্রথম তিন ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়েছিলেন লিটন দাস। তবে ব্যাট হাতে যেন পুরো সিরিজেই অনুজ্জ্বল এই ডানহাতি ব্যাটসম্যান। আজ তৃতীয় ওয়ানডেতেও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন এই ব্যাটসম্যান।

প্রথম ওয়ানডেতে অভিষিক্ত আকিল হোসেনের বল যেন খেলতে বেশ অসুবিধাই হচ্ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। সেই  আকিলের বলেই আউট হয়েছিলেন লিটন। দুর্দান্ত এক বলে বোল্ড আউট হওয়ার আগে ৩৮ বল খেলে মাত্র ১৪ রান  করেছিলেন তিনি, ব্যাট থেকে এসেছিল মাত্র দুটি চারের মার। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য কিছুটা মারমুখী হয়ে খেলেছেন এই ডানহাতি ওপেনার, তবে লাভ হয়নি। ২৪ বলে ২২ রান করে এবার সেই আকিল হোসেনের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন। আজ তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামে জোসেফ আলজারির বলে আবারও লেগ বিফোর উইকেটের শিকার লিটন, সেটিও রানের খাতা খোলার আগেই।

বাংলাদেশের দৃষ্টিনন্দন ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাসের নাম এসেছে কিছুদিন আগেই শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। সেখানে উইকেট রক্ষণের পাশাপাশি নিজের উইকেটের মূল্য বুঝে বেশ ভালোভাবে বল বিবেচনা করে খেলেছিলেন তিনি। এমনকি চলতি সিরিজে স্লিপে খুব অল্প সময়ের মধ্যে দুটি ক্যাচ নিয়ে নজরে এসেছেন লিটন। মুশফিক থাকলেও জাতীয় দলে মাঝেমধ্যে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। তবে ওপেনিং নেমে এমনভাবে বোল্ড এবং এলবিডব্লিউর শিকার হওয়ায় আবারও সমালোচনার গুঞ্জন শুরু হয়েছে বক্তদের মাঝে।