• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২১, ০৮:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২১, ০৮:৫৫ পিএম

ঘরের সম্মান ঘরেই রাখলো বাংলাদেশ 

ঘরের সম্মান ঘরেই রাখলো বাংলাদেশ 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ফাইনালে ছিলো কেনিয়া। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে নিজেদের জাতীয় খেলার মান রেখেছে বাংলার দামাল খেলোয়াড়রা। 

টুর্নামেন্টের শুরু থেকেই ফেবারিট বাংলাদেশ নিজেদের প্রমাণ করেছে বারবার। প্রথম ম্যাচেই পোল্যান্ডের বিপক্ষে ৪০-২২ পয়েন্ট ব্যবধানে জয়ের পর কেনিয়ার কাছে বেশ কঠিন পরীক্ষা দিতে হয় তাদের। মাত্র ৩২-২৯ পয়েন্ট ব্যবধানে জয় পায় তারা। তৃতীয় ম্যাচেও নেপাল বাংলাদেশের ৩৫ পয়েন্টের বিপরীতে ২০ পয়েন্টের বেশি নিতে পারেনি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পথে ৩৩-৩১ পয়েন্ট ব্যবধানে জয় পেয়ে হাঁফ ছাড়ে বাংলাদেশ। 

তবে অপরাজিত বাংলাদেশের সামনে ফাইনালে কঠিন পরীক্ষা নিয়ে আসে কেনিয়া। তারা একমাত্র বাংলাদেশের কাছেই হেরেছিলো। কিন্তু এবার ফাইনালের প্রথমার্ধের হুইসেল যখন বাজছে, তখন বাংলাদেশের পয়েন্ট ১০, কেনিয়ার ১৮! এই আট পয়েন্টের বিশাল ব্যবধান তো কমেছেই, দ্বিতীয়ার্ধ শেষে বাংলাদেশ যখন জয়ের আনন্দে মাতোয়ারা তখন স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৩৪, কেনিয়া থেমেছে ২৮ পয়েন্টে। 

বাংলাদেশের জাতীয় খেলা হওয়া সত্ত্বেও খুব বেশি উল্লেখযোগ্য আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি কাবাডিতে। সেই তুলনায় এমন চারটি গুরুত্বপূর্ণ দলকে ডেকে এমন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা এবং দিনশেষে সামর্থ্যের পরিচয় দিয়ে ট্রফি লাভ স্বস্তি দিবে ক্রীড়াপ্রেমিদের।