• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ১০:৪১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০২১, ১০:৫৪ এএম

করোনায় আক্রান্ত দ. আফ্রিকার ৫ ক্রিকেটার

করোনায় আক্রান্ত দ. আফ্রিকার ৫ ক্রিকেটার

সিলেটে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের ৫ ক্রিকেটারসহ জেলার ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৪ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৯ জন রয়েছেন।”

হাসপাতালের একটি সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকার ৫ জন নারী ক্রিকেটার রয়েছেন। 

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের মধ্যকার সিরিজে খেলেছিলেন এই ৫ ক্রিকেটার। এর মধ্যে লিয়া জনস ও সিনালো জাফটা সর্বশেষ ম্যাচে দলের একাদশে ছিলেন। আক্রান্ত বাকি ৩ ক্রিকেটার হলেন মাতসিপি মারসিয়া লেটসালো, নবোলুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।