• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৩:৪১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২১, ০৩:৪১ পিএম

জিদানের রাতে রূপকথা নেই অ্যানফিল্ডে 

জিদানের রাতে রূপকথা নেই অ্যানফিল্ডে 

২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ঘরের মাঠে বিপর্যস্ত করেই জিতেছিলো ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। গতকাল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে সেই ‘অ্যানফিল্ড ম্যাজিক’ দেখাতে পারেনি স্বাগতিকরা। তাই গোলশূণ্য ড্র করলেও আগের লেগে ৩-১ গোল ব্যবধানে এগিয়ে থাকা রিয়ালই উঠেছে সেমিফাইনালে। 

প্রথম লেগে ঘরের মাঠে মার্কো অ্যাসেন্সিও এবং ভিনিসাস জুনিয়রের জোড়া গোলের সুবাদে ৩-১ গোলে এগিয়ে ছিলো রিয়াল মাদ্রিদ। লিভারপুলের পক্ষে মূল্যবান একমাত্র অ্যাওয়ে গোল করেন মোহাম্মদ সালাহ। গতকাল যখন রিয়াল অ্যানফিল্ডে নামছে, তার আগে তাদের বাসে লিভারপুল ভক্তরা হামলা করে জানালার কাঁচ ভেঙেছে। এমনকি ইনজুরি আর করোনা মিলিয়ে দলে ছিলোনা নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস, লুকাস ভাসকেজের মতো তারকারাও। সেখান থেকে গতকাল গোলশূণ্য ড্র করে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের রিয়াল। 

এমন ভাঙাচোরা দল নিয়ে লিভারপুলকে অ্যানফিল্ডে গোলশূণ্য ড্রয়ে আটকে দেয়া রীতিমতো অবিশ্বাস্য। কারণ, ২০১৯ সালে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-০ ব্যবধানে হারা লিভারপুল তাদের দ্বিতীয় লেগে ৪-০ গোল ব্যবধানে হারিয়েই উঠেছিলো ফাইনালে। তাই গতকালও রিয়ালের বিপক্ষে অ্যানফিল্ড ম্যাজিকের আশায় ছিলেন লিভারপুলের ভক্তরা। তবে দিনশেষে অসাধারণভাবে নিজের দলকে সামনে এগিয়ে নিলেন জিনেদিন জিদান। 

সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ থমাস টুশেলের চেলসি। স্প্যানিশ জায়ান্টরা দুর্দান্ত ফর্মে থাকা অল ব্লুজদের হারানোর পরিকল্পনার আগে এমন পারফরম্যান্সে কিছুটা স্বস্তি পেতেই পারে।