• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২১, ০৫:০২ পিএম

টুশেলের বিপক্ষে অধরা জয় পাবেন জিদান? 

টুশেলের বিপক্ষে অধরা জয় পাবেন জিদান? 

আশ্চর্য হলেও সত্য, টমাস টুশেলের বিপক্ষে কোচ হিসেবে একবারও জিততে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। আজ বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানোতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং চেলসি। অল ব্লুজকে আজ হারাতে পারলে জিদানের রেকর্ডই হবে বলা যায়। 

এর আগে মোট চার বার দেখা হয়েছে দুই কোচের। ২০১৬-১৭ মৌসুমে গ্রুপ পর্বে রিয়াল মুখোমুখি হয় বরুসিয়া ডর্টমুন্ডের। বরুসিয়ার কোচ ছিলেন টুশেল। তখন দুই লেগের ম্যাচই ২-২ গোলে ড্র হয়। গত মৌসুমেও পিএসজির কোচ হয়ে জিদানের মুখোমুখি হয়েছিলেন টুশেল। সেই গ্রুপ পর্বেও প্রথম লেগে ৩-০ গোলে জিতে পিএসজি, পরের লেগে ২-২ গোলে ড্র। এই চারবারে জিদানের হার একবার, বাকি তিন ম্যাচে ড্রয়ের স্বাদ পেয়েছেন দুই কোচ। 

আজ মুখোমুখি এই দুই দলের মধ্যে রিয়াল মাদ্রিদ জিতলেও অপেক্ষা করতে হবে দ্বিতীয় লেগের। এদিকে ফাইনালে যদি শেষ পর্যন্ত সার্জিও রামোসরা পৌঁছেও যান, সেখানে জিদানের অপেক্ষায় থাকবেন জিদানের কাছে অপরাজিত পেপ গার্দিওলা কিংবা মরিশিও পোশেত্তিনো!